মোঃ জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ | শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১ | পড়া হয়েছে 257 বার
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় সোহেল রানা (২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮ টার দিকে কালীগঞ্জ উপজেলার বাবরা রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহেল রানা উপজেলার খামারমুন্দিয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। সে কালীগঞ্জের সরকারী মাহাতাব উদ্দিন কলেজের ইতিহাস বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, সকালে সোহেল রানা বাড়ি থেকে বের হয়ে মাঠে যাচ্ছিল। পথে বাবরা রেল গেট পার হওয়ার সময় খুলনা থেকে রাজশাহী গামী কপোতাক্ষ এক্সপ্রেস নামের ট্রেনটি তাকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনা স্থলেই মারা যায় সোহেল রানা।
কালীগঞ্জের মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার জামাল খান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোহেলের লাশ পরিবার নিয়ে গেছে।
বাংলাদেশ সময়: ৩:৫০ অপরাহ্ণ | শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel