জীবন চৌধুরী | রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন বেদাবেধ ভুলে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে আওয়ামী পরিবারকে আদর্শের ভিত্তিতে গড়ে তোলার আহব্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলার চন্দ্রা জোড়াপাম্প ঈদগাহ মাঠে অনুষ্ঠিত বিশাল গণসংর্ধণা অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এসময় মন্ত্রী আরো বলেন,আগামী দিনে আরো লড়াই সংগ্রাম আসতে পারে,জাতীয় এবং আন্তর্জাতিক ষঢ়যন্ত্র আরও বড় হতে পারে। সেজন্য সেগুলো মোকাবেলা করার জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান তিনি। চতুর্থ বারের মতো গাজীপুর-১ আসনের এমপি ও টানা তিনবার মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপিকে দেওয়া বিশাল গণ সংবর্ধনা অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মুরাদ কবীর।
গণসংবর্ধণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামাল উদ্দিন শিকদার, গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক শিকদার মোশারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক মো: আকবর আলী,পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়,সাধারণ সম্পাদক শিকদার জহিরুল
ইসলাম জয়, সদস্য মো: হাবিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সেলিম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: তোফাজ্জল হোসেন রানা,সহ-সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শামিম, মো: সাইজুদ্দিন সাজু, সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হারিজউজ্জামান হারিজ খান প্রমূখ। আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ খাত্তাব মোল্লা। অনুষ্ঠানে শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Posted ২:৪৯ অপরাহ্ণ | রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।