
মোঃ রেজাউল করিম, কালিয়াকৈর প্রতিনিধি : | শনিবার, ০১ মার্চ ২০২৫ | প্রিন্ট
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,তারুণ্যের উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ১ মার্চ ২০২৫ইং শনিবার সকাল ১১:০০ঘটিকায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে। অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল সদস্য (যুগ্ম সচিব)আজিজুল ইসলামের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মুজিবুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠান পরিচালনা করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে খেলাধুলার মনোবল বৃদ্ধি ও উৎসাহ প্রদানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং অসচ্ছল পরিবারের খেলাধুলায় পারদর্শী ছাত্র-ছাত্রীদের জন্য মাসিক ভাতা প্রদানের আশ্বাস দেন মোঃ রেজাউল মাকছুদ জাহেদী-সচিব,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
এসময় উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শরফ উদ্দিন আহমদ চৌধুরী বিভাগীয় কমিশনার ঢাকা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃশওকত আকবর খান। আরো উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃরেজাউল করিম সরকার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি, শিক্ষক, অভিভাবক ও ছাত্র ছাত্রী বৃন্দ।
Posted ৫:৩৪ অপরাহ্ণ | শনিবার, ০১ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।