
মানিক সরকার, গাজীপুর প্রতিনিধি: | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মোবাইল ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকায় পূর্বাচান্দরা ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিনব্যাপী পূর্বচান্দরা খেলার মাঠে পূর্ব চান্দরা স্পোর্টিং ক্লাবের আয়োজনে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এই টুর্নামেন্টের সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মেজবাহ উদ্দিন সরকার। সার্বিক তত্ত্ববধানে ছিলেন কালিয়াকৈর পৌরসভার ৮নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল।
এছাড়া টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণমাধ্যমকর্মী সরকার আব্দুল আলীম, আরিফ হোসেন খোকন, ইমারত হোসেন, এম. তুষারী, মাহবুব হাসান মেহেদী প্রমুখ।
ক্রিকেট টুর্নামেন্ট খেলায় অংশগ্রহণ করেন অষ্টঘড়িয়া দুলাল মেম্বার স্মৃতি সংসদ বনাম বালিয়া ভাই কিংস।
পরিশেষে বালিয়া ভাই কিংস বিজয়ী লাভ করে অষ্টঘড়িয়া দুলাল মেম্বার স্মৃতি সংসদকে পরাজিত করে।
Posted ১০:৫৫ অপরাহ্ণ | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।