নিজস্ব প্রতিবেদক: | মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 110 বার
রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ “দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব)” এর কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে খ-অঞ্চলের ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত ডিরেক্টর মো. ওয়াজেদ আলী খাঁনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশ কৃষক লীগ রাজশাহী জেলার সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জ কালব জেলা কার্যালয়ে নবনির্বাচিত খ-অঞ্চলের ডিরেক্টর সংবর্ধনা দেওয়া হয়। এরপর কর্মকর্তা ও কর্মচারীদের সাথে অফিস পরিচালনাসহ বিভিন্ন সমিতির কার্যক্রম নিয়ে সার্বিক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন কালব এর জেলা ব্যবস্থাপক মিঃ জুড গমেজ, রাজশাহী মহানগর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ব্যবস্থাপক মানিক চন্দ্র সরকারসহ বিভিন্ন উপজেলা ব্যবস্থাপক আবুল বাশার, হযরত আলী, আলতাফ হোসেন, আব্দুল মাবুদ, শহিদুল ইসলাম, শুভ রায় চৌধুরী, আকাশ মোল্লা, উপজেলা প্রোগ্রাম অফিসার ফিরোজ আহমেদ, ফারহানা খাতুন শিরিনা, সাহেদ আলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১০:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel