
টি,এম,এ হাসান, সিরাজগঞ্জ: | রবিবার, ০৯ মে ২০২১ | পড়া হয়েছে 116 বার
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নওদা শালুয়া গসিয়াপাড়ায় কালবৈশাখী ঝরে বারান্দার সিমেন্টের খুটি পড়ে ফিরোজা খাতুন (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি ঘটনাস্থল থেকে নিশ্চিত করেছেন স্থানীয় ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আ. করিম মন্ডল। নিহত মা ফিরোজা খাতুন (৩৭) নওদা শালুয়া গসিয়াপাড়া গ্রামের মো. সূর্য শেখ এর স্ত্রী ও ৩ সন্তানের জননী। ইউপি সদস্য করিম মন্ডল জানান, রবিবার (৯ মে) দুপুর ১টার দিকে কালবৈশাখী ঝরে ঘর ও বারান্দা উড়িয়ে নিলে বারান্দার সিমেন্টের খুটি এসে ফিরোজার মাথায় লাগলে মাথা মারাত্মক ভাবে ফেটে রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, কালবৈশাখী ঝরে তাদের ঘর উড়িয়ে নিলে ঘরে দেয়া সিমেন্টের খুটি এসে বাড়ান্দায় থাকা ফিরোজাকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এদিকে মা দিবসে মা’কে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছে তার দুই ছেলে ও মেয়েসহ ৩সন্তান
বাংলাদেশ সময়: ৫:২৮ অপরাহ্ণ | রবিবার, ০৯ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel