টি.এম.এ হাসান, সিরাজগঞ্জ: | সোমবার, ১৭ মে ২০২১ | পড়া হয়েছে 183 বার
নাশকতার মামলাসহ চেক ডিজঅর্নার মামলায় ৮মাসের সাজাপ্রাপ্ত সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবুকে গ্রেপ্তারের পরে আজ শনিবার (১৫ মে) জেল হাজতে প্রেরণ করেছে আদালত। এর আগে শুক্রবার ঈদের দিন (১৪ মে) রাতে শহরের এসএস রোডের ইলিয়ট ব্রীজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু একটি চেক ডিজঅর্নার মামলায় ৮মাসের সাজাপ্রাপ্ত আসামী।
এছাড়াও দুটি নাশকতার মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি ছিলো। মূলত এও তিনটি মামলাতেই গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আজ শনিবার দুপুরে পরে আদালতের মাধ্যমে তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এদিকে যুবদল সভাপতি বাবুর গ্রেপ্তারের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবী করেছেন, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারন সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।
বাংলাদেশ সময়: ৫:২২ অপরাহ্ণ | সোমবার, ১৭ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel