
অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ | পড়া হয়েছে 173 বার
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, সারা দেশে কারাগারের নিরাপত্তা জোরদার উড়ো চিঠি বা ফোন কলের জেরে নয়। তবে একটি কারাগারে যে উড়ো চিঠি এসেছে, সেটা যাচাইয়ের জন্য গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
লালমনিরহাট কারাগারে একটি উড়ো চিঠি এসেছে জানিয়ে তিনি বলেন, ওই কারাগারে এমন চিঠি সব সময়ই আসে। তারপরও চিঠিটি যাচাইয়ের জন্য গোয়েন্দাদের কাছে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার সকালে জাতীয় সংসদ প্রাঙ্গনে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কারা নিরাপত্তা জোরদারের সাথে উড়ো চিঠির সম্পর্ক নেই।
তিনি বলেন, উড়ো চিঠি কিংবা কোনো প্রকার বিভ্রান্তিমূলক গুজবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কান দেয় না। আমরা সজাগ আছি। কয়েকটি ঘটনা ঘটেছে সেটা যেন না ঘটে এবং আধুনিক করে নিরাপত্তা ব্যবস্থা যেন ঢেলে সাজানো হয় বলে উল্লেখ করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ৫:০৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel