স্বপন,তানোর (রাজশাহী) প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ | প্রিন্ট
তানোর উপজেলার ৬নং কামারগাঁ ইউনিয়ন পরিষদের হল রুমে বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে গত ১৬ মার্চ (বুধবার) বেলা ১১-০০ মিনিটে তানোর থানা পুলিশের আয়োজনে কামারগাঁ ইউনিয়ন পরিষদের হল রুমে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কামারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলে রাব্বী ফরাদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া। এছাড়াও এলাকার সুধিজন, শিক্ষক, বিশিষ্ট ব্যবসায়ি ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ওসি- কামরুজ্জামান মিয়া বলেন; পুলিশের একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব নয়। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন; তানোর থানার তদন্ত কর্মকর্তা উসমান গণি, কামারগাঁ ইউনিয়ন এর বিট ইনচার্জ এস,আই নিজাম উদ্দিন, ইউপি সদস্য আলাউদ্দিন প্রমুখ।
Posted ৪:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।