নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০২ মার্চ ২০২২ | প্রিন্ট
রাজশাহী পবা উপজেলার কাটাখালী পৌর আওয়ামী লীগের সভাপতি পদে আবু সামা ও সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ জহুরুল আলম রিপনকে নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) বিকালে মাসকাটাদিঘী হাইস্কুল মাঠে কাটাখালী পৌর আওয়ামী লীগের কমিটি গঠনের লক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আলহাজ্ব মো. হযরত আলীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন পবা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগ (ভারপ্রাপ্ত) সভাপতি অনিল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন। সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক মো. মাসুদ রানার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাজদার রহমান সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাড. শরিফুল ইসলাম শরীফ, পবা উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান, পবা উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সহদপ্তর সম্পাদক নজরুল ইসলাম, পারিলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহরাব আলী, পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম। সম্মেলনের ২য় অধিবেশনে কমিটি গঠনের লক্ষে কাটাখালী পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে উপজেলা আওয়ামী লীগ কমিটির নেতৃবৃন্দ আলোচনা সভায় মিলিত হন। সেখানে ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে আবু সামাকে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে অধ্যক্ষ জহুরুল আলম রিপনকে নির্বাচিত করেন।
Posted ১১:২৪ পূর্বাহ্ণ | বুধবার, ০২ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।