আব্দুস সোবহান চান | শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 75 বার
কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের চর এলাকার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের গ্ৰাহক ভূট্টা চাষীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
৪ ফেব্রুয়ারি শনিবার সকালে ঢেকুরিয়া হাটে সার বীজ ব্যবসায়ী ভাই ভাই ট্রেডার্সের সত্ত্বাধিকারী শহিদুল ইসলামের তত্ত্বাবধানে ২৫০ জন দরিদ্র ভূট্টা চাষীদেরকে কম্বল দেওয়া হয়। এই সময় উপস্থিত ব্যাংক প্রতিনিধি সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক এবং ব্যাংকার্স ক্লাব সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম বলেন, কৃষি আবাদে উদ্বুদ্ধ করতে, দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক স্বল্প সুদে ঋণ দিয়ে থাকে। গ্ৰাহকদেরকে ব্যাংক পরিবারের সদস্য বিবেচনায় বিভিন্ন ভাবে প্রেষণা দিয়ে থাকে, সেই আলোকে আজকে তাদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র প্রদান করা হলো। এই সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য সুলতান মাহমুদ এবং অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ব্যাংকের এমন কার্যক্রমে সংশ্লিষ্ট ভূট্টা চাষীরা খুবই খুশি। চাষী দুদু মিয়া কম্বল পেয়ে বলেন, কম্বল দিয়ে ভালোই করেছে বাপু। প্রতিবছর কম্বল বিতরণ অব্যাহত থাকবে বলে জানান, ব্যাংক কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ৯:১৬ অপরাহ্ণ | শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel