
আব্দুস সোবহান চান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব ” প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় সিরাজজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ,মুক্তিযোদ্ধাগণ,সুশীল সমাজের প্রতিনিধি,বিএনসিসি ও স্কাউটের প্রতিনিধি,এনজিও প্রতিনিধিসহ নানা পেশাজীবি মানুষ। পরে উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার এর সভাপতিত্বে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার । কমিটির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ এর উপাধ্যক্ষ রেজাউল করিম।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাক্তার মোমেনা পারভীন পারুল।প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, দুর্নীতি শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান সমূহের মধ্যে সীমাবদ্ধ নয়, ব্যবসা বাণিজ্য ও বে-সরকারি বিভিন্ন খাতে দুর্নীতি বিরাজমান। কাজেই আমাদের সকল সেক্টরের দুর্নীতি প্রতিরোধে সোচ্চার হতে হবে। দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে নৈতিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, আগামী প্রজন্মের নিকট দুর্নীতির নেতিবাচক দিকগুলো তুলে ধরতে তাদের পারিবারিকভাবে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং এক্ষেত্রে মায়েদের ভূমিকা অগ্রগণ্য। তিনি বলেন, দুর্নীতি কমাতে সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রম ফলপ্রসূ ভূমিকা রাখছে।বক্তারা বলেন, আমরা সবাই চাই দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ নির্মাণ করতে। আমাদের প্রত্যেকের উচিত দুর্নীতির বিরোধিতা করা এবং যেকোন ভালো কাজের প্রশংসা করা। আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ থাকবো এবং আগামী প্রজন্মকে একটি শিক্ষিত ও সৎ জনগোষ্টিতে রুপান্তরিত করতে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাবো।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, প্রাণী সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি প্রধান শিক্ষক এস এম নুরুল ইসলাম, সহকারী অধ্যাপক আবু হেনা মোস্তফা কামাল রাজা সদস্য আব্দুল্লাহ আল মামুন তালুকদার, হোসনেরায়া পারভীন ও ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুল হক, গাজী আব্দুস সালাম সহ অন্যান্য সদস্যবৃন্দ,মুক্তিযোদ্ধাগন,
উপজেলা স্কাউটস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি,বিএনসিসি ,এনজিও প্রতিনিধিসহ নানা পেশাজীবি মানুষ।
এর আগে জাতীয়সংগীত, জাতীয় পতাকা, দুদকের পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে র্কমসূচি শুরু হয়।
Posted ৫:৪৬ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।