
| শনিবার, ২৪ অক্টোবর ২০২০ | প্রিন্ট
নবকন্ঠ ডেস্ক: কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৭টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করে।
এর আগে, বৈরী আবহাওয়ার কারণে শুক্রবার (২৩ অক্টোবর) সারাদিন বন্ধ ছিল লঞ্চ ও স্পিডবোট চলাচল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ ছিল লঞ্চ ও স্পিডবোট চলাচল। শনিবার সকালে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়েছে।
বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
Posted ৯:৪৯ পূর্বাহ্ণ | শনিবার, ২৪ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।