মনিরুজ্জামান মনির,স্টাফ রিপোর্টারঃ | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ | পড়া হয়েছে 27 বার
ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় । শুক্রবার ১৭ মার্চ দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের চান্দাইসার এলাকার কসবা-সৈয়দবাদ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ট্রাক্টর হেলপার পাভেল মিয়া (১৮), পথচারী দেলোয়ার মিয়া (৩০)। পাভেল মিয়া পেশায় একজন রাজ মিস্ত্রী ছিলেন।
কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম জানান কসবা থেকে একটি ট্রাক্টর তিনলাখপীর যাওয়ার পথে চান্দাইসার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় সড়কের পাশে থাকা একজন পথচারী ঘটনাস্থলেই মারা যায়। ট্রাক্টরের হেলপার গুরুতর আহত হলে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমক্লেক্সে নেয়ার পথে সেও মারা যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানোর পক্রিয়া করছে।
বাংলাদেশ সময়: ১০:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel