মোঃ শামীম ওসমান হীরা | সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
পটুয়াখালীর জেলার কলাপাড়া উপজেলার মহিপুরে কিশোরকে অপহরণ করে। গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায়নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগের ৩ দিন অতিবাহিত হলেও অপহৃত কিশোরকে উদ্ধার ও অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।অপহৃত কিশোর মহিপুর গ্রামের মোঃআবুল কাশেম মিয়ার ছেলে মোঃ রায়হান (২২)বৃহস্পতিবার দুপুরে তার শ্বশুর বাড়ি তালতলির উদ্দেশ্যে রওয়ানা হয়ে যায়।যাওয়ার সময় তার সাথে ১ লক্ষ টাকা ও তার নিজের মটরসাইকেল এবং একটি
মোবাইলসেট ছিলো। পরবর্তীতে সন্ধায় রায়হানের স্ত্রী তাকে ফোন করে অবস্থান জানতে চাইলে মোবাইলের অপর প্রান্ত থেকে ধস্তাধস্তির আওয়াজ শুনতে পায় । এবং কিছুক্ষণ পরে লাইন কেটে ফোন বন্ধ করে দেওয়া হয়। এরপর পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে মোঃ শাজাহান শিকদারের মাধ্যমে তার পিতা মোঃ আবুল কাশেম ফেসবুকে একটি ভিডিও দেখতে পান।ভিডিওতে দেখা যায় অপহৃত
কিশোর রায়হানকে গাছের সাথে হাত বেঁধে একটি নির্জনবনের ভিতরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালাচ্ছে ৪-৫ জন যুবক। লতাচাপলী ইউনিয়নের ফাঁসিপাড়া গ্রামের নেছার সিকদারের ছেলে ইমাম শিকদার (ইমন) নেতৃত্বে ৪/৫জন। মহিপুর থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন রায়হানের পিতা আবুল কাশেম। মহিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
Posted ৪:৪৭ অপরাহ্ণ | সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।