
স্বপন,তানোর (রাজশাহী) প্রতিনিধি: | সোমবার, ০৭ নভেম্বর ২০২২ | প্রিন্ট
আজ ৭/১১/২০২২ইং রোজ (সোমবার)১ নং কলমা ইউনিয়ন পরিষদে নব-নির্বাচিত পারগানা ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সাবেক মেম্বার মসেস মুর্মু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং কলমা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খাদেমুন নবী বাবু চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলার পারগানা পরিষদের নেতা কর্মীরা। মূলত কয়েকদিন আগে ১ নং কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ভোটের মাধ্যমে পরগনা পরিশোধ গঠিত হয়।১ নং কলমা ইউ.পি পরগনা পরিষদ এর নব-নির্বাচিত পারগানা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে পারাগানা হিসেবে শপথ গ্রহণ করেন ফিলিপ হেমব্রম (পারগানা) দেশমাঝি হিসেবে তিন জন শপথ গ্রহণ করেন রুমালিউশ হেমব্রম,জামিল হাসদা, বুদ্ধিনাথ মারান্ডি, সংরক্ষিত মহিলা পরিষদের শপথ গ্রহণ করেন তিনজন আমেনা টুডু,মিনতি বেসরা,মালতি টুডু আর ও উপস্থিত ছিলেন ইউনিয়নের সর্বস্তরে নেতৃবৃন্দ।
Posted ৯:০৩ অপরাহ্ণ | সোমবার, ০৭ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।