শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

কর্মস্থলে ফিরতিদের ট্রাক-পিকআপেই ভরসা

টি.এম.এ হাসান, সিরাজগঞ্জ:   |   মঙ্গলবার, ১৮ মে ২০২১   |   প্রিন্ট

কর্মস্থলে ফিরতিদের ট্রাক-পিকআপেই ভরসা

ঈদের ছুটি শেষ করে কর্মস্থলে ফিরতি সিরাজগঞ্জের মহাসড়কে হাজার হাজার মানুষদের এখন একমাত্র ভরসা হয়ে দাড়িয়েছে ট্রাক-পিকআপ। দূরপাল্লার বাস বন্ধ থাকায় মোটরসাইকেল, মাইক্রোবাসে মানুষ গন্তব্যে গেলেও সেটা কেবলই হাতে গোনা। একেকটি ট্রাকে যাচ্ছে ৫০থেকে ৬০জন করে যাত্রী। এতে একদিকে যেমন অমানবিক কষ্ট তারউপরে কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর সংক্রমণের ঝুকিও বাড়ছে অনেকগুন। মঙ্গলবার (১৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জের মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পশ্চিম হতে কড্ডা, নলকা ও হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত দেখা গেছে সব জায়গাতেই যাত্রী নিতে দাঁড়িয়ে আছে ট্রাক ও পিক-আপ।

এর মধ্যে কড্ডা ও হাটিকুমরুল গোলচত্বর এলাকা যেন ট্রাক স্ট্যান্ডে রূপ নিয়েছে। আর এতেই উঠে গন্তব্যে যেতে দেখা গেছে হাজার হাজার মানুষকে। এছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ট্রাক-পিকআপে হাজার হাজার যাত্রী যাচ্ছে। কড্ডা এলায় ট্রকে ওঠার জন্য অপেক্ষা করছে আলিম, সোলেমান, রহমত আলী, সোহেল রানা সহ শত শত মানুষ। এছাড়াও পরিবার নিয়ে গাজীপুর যাবার চেষ্টা করছে মো. জাফর ইকবাল নামে এক গার্মেন্টস কর্মী। এরা সবাই ঢাকা পোস্টকে বলেন, এখান থেকে চন্দ্রা পর্যন্ত ট্রাকে ভাড়া নেওয়া হচ্ছে ৪শ থেকে ৭শ টাকা। আমরা ৩শ করে বলেছি তবু নিচ্ছেনা। তারা আরও বলেন, কর্মস্থলে যেতে না পারলে চাকরি থাকবেনা। তবে এভাবে ট্রাকে গেলে তো করোনা সংক্রমণের ঝুঁকি বেশি বললে তারা বলেন, করোনা হবেই এটাতো শিওর না। আর হলেও হয়তো বেচে থাকবো কিন্তু চাকরি হারালে পরিবার নিয়ে এমনিতেই না খেয়ে মরতে হবে।

তবে যেহেতু ট্রাক পিক-আপ যাত্রী নিয়েই চলছে তাই বাস বন্ধ করে রাখাটা উচিৎ হয়নি বলেও জানান তারা। এদিকে সিরাজগঞ্জের মহাসড়কে দূরপাল্লার বাস কিছু আসলেও সকল দূরপাল্লার বাস ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে মহাসড়ক ঘুরে কোথাও কোনো যানজট বা তেমন কোনো ধীরগতি দেখা যায়নি। হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী বলেন, আমরা দূরপাল্লার বাস আসলেই ফিরিয়ে দিচ্ছি। তবে মহাসড়কে অন্যান্য গাড়ি স্বাভাবিকভাবে চলাচল করছে। সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধীরগতি বা যানজট নেই। মহাসড়কের কড্ডা এলাকায় দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক মো. আব্দুল গণি বলেন, মহাসড়কে মানুষের প্রচুর চাপ আছে তবে দূরপাল্লার বাস চলতে না দেওয়ায় ট্রাক-পিকআপে হাজার হাজার মানুষ চলাচল করছে। এধরণের গাড়ির চাপ থাকলেও কোনো যানজট নেই। মহাসড়কে ঈদ পরবর্তী সময়ে শৃঙ্খলা ধরে রাখতে ও সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

Posted ১০:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ মে ২০২১

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins