নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ | পড়া হয়েছে 37 বার
জনাব মেহের সুলতানা উপব্যবস্থাপনা পরিচালক পদে ১৭ নভেম্বর ২০২২ তারিখে
পদোন্নতি প্রাপ্ত হয়ে কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয়ে যোগদান
করেছেন। যোগদানের পূর্বে তিঁনি কর্মসংস্থান ব্যাংকে মহাব্যবস্থাপক পদে
কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে স্নাতক (সম্মান)
ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৯৬ সালে বাংলাদেশ হাউজ বিল্ডিং
ফাইন্যান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)-এ সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং
ক্যারিয়ার শুরু করেন। বিএইচবিএফসি-তে কর্মরত থাকাকালীন তিনি আঞ্চলিক
ব্যবস্থাপক এবং সদর দফতরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে উপমহাব্যবস্থাপক
হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন কর্মশালা, সেমিনার ও
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি দুই পুত্র সন্তানের জননী।
বাংলাদেশ সময়: ৯:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel