জামিল হোসেন পাবনা | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১ | প্রিন্ট
দেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রামণ বৃদ্ধি পাওয়ার ফলে প্রতিদিন মানুষের প্রাণহাণী ঘটছে। এই সঙ্কটময় পরিস্থিতি রোধকল্পে বৃহস্পতিবার (০১’জুলাই) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭দিনের সরকারি ‘বিধি-নিষেধ বা কঠোর ‘লকডাউন’ শুরু হয়। সংক্রামণ রোধে সারা দেশের ন্যয় পাবনাতেও চলছে সরকারি ‘বিধি-নিষেধ বা কঠোর ‘লকডাউন’। সড়কে পণ্যবাহী যানবাহন ও রিক্সা চলাচল করছে সীমিত আকারে। বিনা প্রয়োজনে কেউ বাইরে বেড় হলে তাকে প্রশাসনের জবাবদিহিতার মুখোমুখি হতে হচ্ছে। জেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি বিধি-নিষেধ এবং মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে পুলিশ প্রশাসনের পাশাপাশি র্যাব, চার প্লাটুন বিজিবি ও সেনা বাহিনী টহলে রয়েছে। দুপুরে পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মোহাম্মাদ মহিবুল ইসলাম খানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা শহরের গুরুত্বপূর্ণ স্থান সড়জমিনে তদারকি করেন এবং সবাইকে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সতর্ক করেন।
Posted ৬:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।