ইউসুফ আলী চৌধুরী-রাজশাহী প্রতিনিধিঃ | বুধবার, ০৭ জুলাই ২০২১ | প্রিন্ট
কোভিড-১৯ আক্রান্ত রাগিদের সেবার ব্রত নিয়ে রাজশাহীতে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়। বুধবার(জুলাই)বেলা সাড়ে ১২টার দিকে নগরীর লক্ষ্মীপুর মোড়ে ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজনে এর উদ্বোধন করা হয। মূলত এটা পরিচালনা করবে ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ। উদ্বোধনী অনুষ্ঠানে সংগ্রাম পরিষদের সকলের পক্ষ থেকে বক্তব্য রাখেন রাকসুর সাবেক ভি.পি রাগীব আহসান মুন্না। তিনি সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বেশ কিছু দাবি উপস্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- অক্সিজেনের নির্দিষ্ট মূল্য নির্ধারণ ও মূল্য তালিকা সংশ্লিষ্ট দোকানে টাঙানো থাকতে হবে, যে সকল কোম্পানি অক্সিজেন সিলিন্ডার রিফিল করেন তারা যেকোনো কোম্পানির সিলিন্ডার রিফিল করতে বাধ্য থাকে। এছাড়াও চব্বিশ ঘন্টা যেন রিফিল সার্ভিস চালু থাকে সে বিষয়ে প্রশাসনের কাছে দাবি রাখেন তারা। সিটি কর্পোরেশনের উদ্যোগে ফিল্ড হাসপাতাল চালুকরণ ও অনলাইনে যে সকল ডাক্তার রোগীর সেবা দেন, তাঁদের ফি অর্ধেক করার জোর দাবী জানানও হয়। এছাড়া তিনি আরো বলেন, সংগ্রাম পরিষদের উদ্যোগে ধীরে ধীরে করোনাকলে গরীব-অসহায় মানুষের খাদ্য সরবরাহের কাজ শুরু করা হবে। সেইসাথে একটি ডাক্তার প্যানেল তৈরি করে ফোনে করোনা রোগীদের সেবা দেয়া হবে। করোনা থেকে বাঁচতে জনগণকে সরকারী বিধি মেনে চলার আহবান জানান তিনি এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র সংগ্রাম পরিষদ নেতা ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহা: আসাদুজ্জামান আসাদ, সাবেক ছাত্রনেতা মেরাজুল আলম মেরাজ, সাবেক ছাত্রনেতা চুন্না মোরশেদ, সাবেক ছাত্রনেতা কামরান হাফিজ, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সাবেক ছাত্রনেতা ও রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ্ , শাহরিয়ার রহমান সন্দেশ, সাবেক ছাত্রনেতা জামাত খান, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, সাবেক ছাত্রনেতা আলমগীর কবীর ও সাবেক ছাত্রনেতা হাসান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক। উল্লেখ্য করোনায় আক্রান্ত রোগিদের জরুরী অক্সিজেন সেবার প্রয়োজনে এই হট লাইন নম্বরে কল করার জন্য বলেন। ফয়সাল- ০১৭৬৫০৬৫৫২২, গাফ্ফার আলী-০১৭৯৬৯১৮১৭৮, রাজিউল আলম-০১৭১২৮৫৩৬৬৪, ইমরান-০১৭৬১৬৫৩৪০৮ ।
Posted ৬:৫৭ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।