শফিকুল ইসলাম,নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ | রবিবার, ২১ মার্চ ২০২১ | প্রিন্ট
জনসাধারনকে সচেতন করার লক্ষ্যে নাজিরপুর থানা পুলিশের উদ্দ্যোগে গতকাল রবিবার সকালে উপজেলা সদরে করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকবেলায় র্যালী,মাস্ক ওলিফলেট বিতরন করা হয়।বিষেষজ্ঞদের ধারনা মতে দেশে করোনার দ্বিতীয় ঢেউ আসন্ন।করোনা ভাইরাসের পরির্বতিত ভেরিয়েন্ট দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। উষ্ণ আবহাওয়া ও স্বাস্থ্য বিধি অগ্রাহ্য করে অবাধ চলাফেরা ভাইরাস ছড়িয়ে পড়ায় মূখ্যভ’মিকা রাখছে।যতই ছড়াবে,ততই রুপান্তরিত হবে ভাইরাস। যার ফলশ্রুতিতেকরোনা মৌসুমি রোগ হিসেবে থেকে যাওয়ার আশংকা সৃষ্টি হয়েছে।এহেন পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ না নেয়া হলে সংক্রমন আরো বৃদ্ধি পাওয়ার ঝুঁকি রয়েছে।”মাস্ক পড়ার অভ্যেস করোনা মুক্ত বাংলাদেশ,,এই শ্লোগানকে সামনে রেখে নাজিরপুর থানা পুলিশ এ কর্মসূচি পালন করে।এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রচারনা র্যালীতে অংশ গ্রহন করে। এ ব্যপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আশরাফুজ্জামান জানান,জনগনকে সচেতন রাখার জন্য নাজিরপুর থানা পুলিশের এ কর্মসুচি অব্যাহত থাকবে।
Posted ৮:০০ অপরাহ্ণ | রবিবার, ২১ মার্চ ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।