| বুধবার, ১৪ অক্টোবর ২০২০ | প্রিন্ট
নবকন্ঠ ডেস্ক: বিশ্বব্যাংক উন্নয়নশীল দেশগুলোর জন্য ১২শ’ কোটি মার্কিন ডলার অনুমোদন করেছে। এ অর্থ কোভিড-১৯ পরীক্ষা ও চিকিৎসা এবং ভ্যাকসিন কেনা ও বিতরণের জন্য ব্যবহৃত হবে। সংস্থাটি মঙ্গলবার এ তথ্য জানায়।
ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ১শ কোটি মানুষের টিকা প্রদানে সহায়তার উদ্দেশ্যে এ অর্থ অনুমোদন করা হয়েছে। করোনাভাইরাস মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য ২০২১ সালের জুন নাগাদ ১৬ হাজার মার্কিন ডলার সহায়তার যে প্যাকেজ হাতে নিয়েছে অনুমোদিত অর্থ তার একটি অংশ।
বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস বলেন, নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন পাওয়া এবং শক্তিশালী সরবরাহ পদ্ধতি করোনা মহামারির গতিপথ পাল্টানোর জন্য গুরুত্বপূর্ণ। করোনার কারণে যেসব দেশ অর্থনৈতিক সংকটে পড়েছে তাদের জন্য এ অর্থ সহায়ক হবে।
Posted ১:৪৫ অপরাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।