• শিরোনাম

    করোনা ভাইরাস বাগেরহাটে ৯ উপজেলায় চলছে লকডাউন

    শেখ সাইফুল ইসলাম কবির: সোমবার, ১২ এপ্রিল ২০২১

    করোনা ভাইরাস বাগেরহাটে ৯ উপজেলায় চলছে লকডাউন

    করোনা ভাইরাস বাগেরহাটে ৯ উপজেলায় চলছে লকডাউন

    apps

    বাগেরহাট জেলার ৯টি উপজেলায় করোনার ২য় ঢেউ সংক্রামন প্রতিরোধে লক ডাউনের সপ্তম দিনে স্বাস্থ্য বিধি মেনে চলতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় স্বাস্থ্য বিধি না মানাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমান আদালত ০৯ জনের নিকট থেকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে। শহরের পুরতনবাজার, মুনিগঞ্জ, মাজার ও বড়বাজারে মাস্ক এবং হ্যান্ড সেনেটাইজার বিতরণসহ সচেতনামূলক প্রচারণা অব্যাহত রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও বিপনী বিতান খোলা রয়েছে।

    লকডাউনে বাগেরহাটের আন্ত:জেলার ১৬টি রুটসহ দূরপাল্লার কোন যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ রয়েছে। সরকারের ১৮ দফা নির্দেশনা অনুযায়ী বাগেরহাট জেলার জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করা হচ্ছে। সকাল থেকেইে আইনশৃংখলা বাহিনী টহল দিচ্ছে। এছাড়া সবধরনের গণজমায়েত, গণপরিবহন, দিনরাতে জনসাধারণের চলাচল বন্ধে রয়েছে নিষেধাজ্ঞা। আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মাইকিং চলছে।

    বাংলাদেশ সময়: ৪:২৭ অপরাহ্ণ | সোমবার, ১২ এপ্রিল ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    মৃত্যু ২৮, শনাক্ত ১৫৪০

    ২৪ সেপ্টেম্বর ২০২০

    আর্কাইভ