এনামুল হক,শেরপুরঃ | শনিবার, ০৮ মে ২০২১ | প্রিন্ট
শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। ৮ মে শনিবার সকালে জেলা সদর হাসপাতালের পুরাতন ভবনের পাশে স্থাপিত টিকাদান কেন্দ্রে ওই টিকা নেন তিনি। টিকাদান কালে উপস্থিত ছিলেন শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা সদর হাসপাতালের আরএমও ডা. খাইরুল কবীর সুমন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শারমিন রহমান অমি প্রমুখ। উল্লেখ্য, গত ১০ মার্চ রাজধানী ঢাকায় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে করোনার প্রথম ডোজ টিকা নিয়েছিলেন হুইপ আতিক। এর আগে গত বছরের ২৫ সেপ্টেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।
Posted ৪:০২ অপরাহ্ণ | শনিবার, ০৮ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।