অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ | পড়া হয়েছে 168 বার
খন্দকার আমির হোসেন, শিবপুর প্রতিনিধি:
আজ বৃহস্পতিবার নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে করোনায় কর্মহীন হয়ে পড়া দুইশত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ( নগদ অর্থ ও খাদ্য সামগ্রী) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে উপহার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খান, ইউপি চেয়ারম্যম্যান খন্দকার হানান উল সানি এলিছ, প্যানেল চেয়ারম্যান আবুল বশার খান, ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঞা রাখিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা স্বপন চন্দ্র সরদার ও গণমাধ্যমকর্মী।
বাংলাদেশ সময়: ১০:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel