অনলাইন ডেস্ক | শুক্রবার, ০৯ জুলাই ২০২১ | পড়া হয়েছে 134 বার
অনলাইন ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩২৪ জন। এ সময়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে আরো ২১২ জনের। যা একদিনের হিসেবে সর্বোচ্চ।
আজ শুক্রবার (৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) ১৯৯ জনের মৃত্যু হয়। বুধবার (৭ জুলাই) প্রথম মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের। সোমবার (৫ জুলাই) ১৬৪ এবং মঙ্গলবার (৬ জুলাই) ১৬৩ জন মারা যান।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৮ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৬২ হাজার ৩৮৪ জন। গত ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৫৮৬ জনের পরীক্ষায় শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশ।
বাংলাদেশ সময়: ১১:১২ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel