![dainikbanglarnabokantha.com](https://dainikbanglarnabokantha.com/wp-content/themes/dnbkantha-theme/images/main_logo.png)
| শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় মারণভাইরাস করোনায় আক্রান্ত হয়ে আরো ৩৬ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে করোনায় মোট প্রাণ হারিয়েছেন ৫ হাজার ১২৯ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১ হাজার ১০৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৫৭ হাজার ৮৭৩ জন করোনা রোগী। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৭৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৭৭৭ জন।
এর একদিন আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেশে আরো ১ হাজার ৩৮৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ২১ জন।
Posted ৪:০৬ অপরাহ্ণ | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।