অনলাইন ডেস্ক | সোমবার, ০৫ অক্টোবর ২০২০ | পড়া হয়েছে 323 বার
শান্ত বণিক, বিশেষ প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১১ হাজার ৭৬৭টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৪৪২ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৩৭৫ জনে।
আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭০ হাজার ১৩২ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ৫২৬ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮৩ হাজার ১৮২ জন।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে সোমবার (০৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
বাংলাদেশ সময়: ৪:২৯ অপরাহ্ণ | সোমবার, ০৫ অক্টোবর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel