অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১ | পড়া হয়েছে 74 বার
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:
করোনায় আক্রান্ত হলেন নরসিংদীর শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরুখ খান। এ নিয়ে তিনি দ্বিতীয় বারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৭ জুন স্যাম্পল দেয়ার পর আজ ১জুন (বৃহস্পতিবার) এই করোনাযোদ্ধা এসিল্যান্ড শাহরুখ খান এর করোনা পজেটিভ আসে।
এরপূর্বে করোনার প্রথমধাপেও তিনি আক্রান্ত হয়েছিলেন। নরসিংদীর জেলা প্রশাসনের একজন তরুণ মেধাবী এই কর্মকর্তা করোনার প্রথম ধাপ থেকেই মাঠে কাজ করে জনগণের কাছে প্রশংসিত হয়েছেন।
তিনি জীবনের ঝুঁকি নিয়ে জনগণকে করোনার হাত থেকে সুরক্ষা দেওয়ার জন্য দিনরাত নিরলস ভাবে কাজ করে চলছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন, তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
বাংলাদেশ সময়: ১১:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel