মনির মোল্যা, গোপালগঞ্জঃ | সোমবার, ২২ মার্চ ২০২১ | প্রিন্ট
“মাস্ক পরার অভ্যাসে, করোনা মুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে কোভিড- ১৯ দ্বিতীয় ধাপ মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতে প্রচারণা ও মাস্ক বিতরণ করেছে গোপালগঞ্জ জেলা পুলিশ। দেশব্যাপী বাংলাদেশ পুলিশের নেয়া উদ্যোগের অংশ হিসেবে রোববার দুপুর ১২টায় পুলিশ সুপার আয়েশা সিদ্দীকার নেতৃত্বে পুলিশ লাইন্স এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।
এসময় পুলিশ সড়কে চলাচলরত সাধারণ মানুষসহ বিভিন্ন বাস কাউন্টার ও যানবাহনের যাত্রী এবং শ্রমিকদের মধ্যে মাস্ক বিতরণ করেন। এবং হ্যান্ড মাইকে প্রত্যেককে সামাজিক দূরত্ব মেনে চলতে ও মাস্ক ব্যবহারে জন্য অনুরোধ করেন। অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর এস এম শহিদুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Posted ৫:৪৩ অপরাহ্ণ | সোমবার, ২২ মার্চ ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।