
নিজস্ব প্রতিবেদক কিশোরগঞ্জ | সোমবার, ০৯ আগস্ট ২০২১ | পড়া হয়েছে 27 বার
করিমগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেফতার
কিশোরগঞ্জের করিমগঞ্জে মাদ্রাসার আবাসিক ছাত্রকে একাধিক বার বলাৎকারের অভিযোগে মাদ্রাসার প্রিন্সিপাল কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নূর মোহাম্মদ আজমী (৬০) উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ও জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মাদরাসার মুহতামিম। রোববার (৮ আগষ্ট) রাতে করিমগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করেন। অভিযুক্ত মাওলানা নূর মোহাম্মদ আজমী উপজেলার মাদারীখলা গ্রামের মৃত আবাল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের কাইকুরদিয়া মোড়ে প্রতিষ্ঠিত জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মাদরাসায় আবাসিক ছাত্র হিসেবে নাজেরা বিভাগে পড়তো ১২ বছরের শিশুটি। শিশুটি কে এর আগেও কয়েক দফায় বলাৎকার করেন মাওলানা নূর মোহাম্মদ আজমী। সর্বশেষ ১৭ জুলাই মাওলানা নূর মোহাম্মদ আজমী রাতে তার নিজ শয়নকক্ষে নিয়ে গিয়ে শিশুটিকে আবারও বলাৎকার করেন। পরে ৪ আগষ্ট শিশুটি মোবাইল ফোনে তার পিতা কে মাদ্রাসায় আসতে বলে। পরে পিতার কাছে বলাৎকারের শিকার হওয়ার ঘটনা খুলে বলেন শিশুটি। পরে ঘটনা জানাজানি হলে তার বাবা উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও’র কাছে অভিযোগ দেন। ৮ আগষ্ট রাতে করিমগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, শিশু বলাৎকারের ঘটনায় পুলিশ মাওলানা নূর মোহাম্মদ আজমী কে আটক করেছে। ৫ দিনের রিমান্ড আবেদনসহ সোমবার (৯ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।
বাংলাদেশ সময়: ৫:৫২ অপরাহ্ণ | সোমবার, ০৯ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel