• শিরোনাম

    কবিতা

    অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ | পড়া হয়েছে 348 বার

    apps

     (ইসলাম সাইফুল)

    তোমার চোখের কোণে হাসি না কান্না ।
    তোমার হাসি তে চুনী না পান্না ।
    অসমাপ্ত প্রেম ও প্রতিজ্ঞা নিয়ে কিছু টা সংশয় হয় ।
    কত টুকু প্রেম বা ভালোবাসা মেপে দেখতে হয়।
    ঈর্ষা হয় যখন দেখি হিমুরা তোমাকে ভালবাসে । জন্মদিন এ তোমাকে ফুল দিয়ে ভালবাসা জানায় ।
    আমার তোমাকে ছুঁতে মানা প্রকাশ্যে
    আমার তোমাকে কথা বলতে মানা প্রকাশ্যে ।
    তবু অন্তর্জলী তোমার জন্য
    সকল শুভ তোমার জন্য
    সকল আনন্দ তোমার জন্য
    যদি গোপনেই থাকলে তবে
    তাহলে ডাকলে কেন
    শুধু কুয়াশার মাঝে
    তোমার অবয়ব দেখি
    জলের ধারে তোমার ছবি
    প্রতিচছবি দেখি
    তোমার আনন্দ ও বেদনা
    চোখের জল ও হাসি
    আমাকে দিও ।
    আমি তোরঙ্গ এ রাখবো
    আমি মধ্য রাতে খুলে দেখবো
    পড়ে দেখবো
    মোমবাতি বা অন্য কিছুতে
    তোমার আধো অন্ধকারে মুখে
    আমার মুখের গরম নিশ্বাস ছাড়বো
    তর্জনী আর তর্জনী দিয়ে
    কখনো মৃদু প্রতিরোধ করো
    তারপর ঢেলে দিও
    সংক্রমিত ভালবাসা
    আমার জন্য রেখে দিও
    আমার জন্য ই রেখে দিও
    পায়ের নুপুর
    কোমড়ের বিছা
    গলার হার
    তোমার দুল
    নাকের নথ
    অনন্তর প্রেম
    শিশিরের বিন্দু হয়ে
    তোমাকে শীতল করবে
    কিছুক্ষণ এর জন্য
    পৌষের সকাল এর রোদ মেখে
    কাছে এসো উষ্ণতা নিয়ে ।।

    বাংলাদেশ সময়: ৬:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    রূপা

    ২৪ অক্টোবর ২০২০

    নায়িকা হয়েও কবি ছিলেন

    ১৩ সেপ্টেম্বর ২০২০

    ছোটগল্প (দেনা)

    ২৫ জুলাই ২০২১

    আর্কাইভ