অনলাইন ডেস্ক | সোমবার, ২৩ নভেম্বর ২০২০ | পড়া হয়েছে 318 বার
কবিতা : সৃজন
রীনা চক্রবর্তী
পাঠক বলে কবি আমরা
সাহিত্যে উপসর্গ।
সাহিত্য জগতে কবি হলো
পাঠক অনুসর্গ।
লেখক বলে পাঠক তুমি
সৃষ্টির মূল্য দাও।
সাহিত্য থেকে পাঠক তুমি
জ্ঞানভাণ্ডার পাও।
জ্ঞানের আলো ছড়িয়ে দিল
সাগর মহাশয়।
পাঠক তোমরা ধন্য হলে
ইতিহাসে সাক্ষর।
একে একে হয় না সৃজন
দু’য়ের প্রয়োজন।
একে দুয়ে মিলেই হয়েছে
জগৎের সৃজন।
হৃদয় দিয়ে লিখবে কবি
পাঠক দিবে মন।
পাঠক আর কবি মিলেই
সাহিত্যের সৃজন।
বাংলাদেশ সময়: ৪:০৮ অপরাহ্ণ | সোমবার, ২৩ নভেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel