টি.এম.এ হাসান, সিরাজগঞ্জ: | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১ | প্রিন্ট
সরকার ঘোষিত কঠোর লকডাউনের সফল বাস্তবায়নের জেলা প্রশাসন ও নিযুক্ত অন্যান্য বাহিনীর ন্যায় মাঠে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সিরাজগঞ্জ আনসার ও ভিডিপি। মানুষকে বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া থেকে নিরুৎসাহিত করার পাশাপাশি জনসচেতনতা তৈরিতে কাজ করছে এই বাহিনী। কঠোর লকডাউনের প্রথম দিনেই সিরাজগঞ্জ আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা’র দিকনির্দেশনা অনুযায়ী সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জসীম উদ্দিনের নেতৃত্বে বাহিনীর সদস্যরা শহরের বাজার স্টেশন, বড়বাজার ও মাছিমপুর বাজার এলাকায় টহল দেয়া ছাড়াও সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় সাধারণ জনগণকে লকডাউনে করনীয় ও কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রমণ রোধে নানান রকমের পরামর্শ ও দিকনির্দেশনা দেয়া হয়। সিরাজগঞ্জ আনসার ও ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আমরা কঠোর লকডাউনের সফলতা বাস্তবায়নে ও মানুষের মাঝে সচেতনতা তৈরির পাশাপাশি করনীয় গুলো নিয়ে আলোচনা করছি। তাদের বোঝার সুবিধার্তে লিফলেট বিতরণ করা হচ্ছে। এছাড়াও মাস্ক বিতরণের পাশাপাশি মাস্কের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করা হচ্ছে। সিরাজগঞ্জ আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ এই বাহিনী এর আগেও কোভিড-১৯ (করোনা ভাইরাসের) ক্রান্তিলগ্নে নিরলসভাবে কাজ করেছে। কোয়ারেন্টাইন ও আইসোলেশন নিশ্চিত করণে এই বাহিনী নিজেদের সর্বোচ্চ ঝুকিতে রেখেও কাজ করেছে। এছাড়াও মানুষের মাঝে জনসচেতনতা তৈরি ও কোভিড-১৯ থেকে নিরাপদ থাকার উপায় ও করনীয় সম্পর্কে বোঝানো হচ্ছে। এছাড়াও কঠোর লকডাউন সফলভাবে বাস্তবায়নে আমাদের যা যা সহযোগিতা দরকার সেগুলো দেয়া হচ্ছে। অতীতের মতো আগামীতেও এই বাহিনী সর্বদা মানুষের পাশে থেকে যেকোনো দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাবেন বলেও জানান এই কর্মকর্তা।
Posted ৬:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।