• শিরোনাম

    কটিয়াদীতে চাঞ্চল্যকর টুনি ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামিকেসাভারের আশুলিয়া থেকে গ্রেফতার

    নিজস্ব প্রতিনিধি | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১ | পড়া হয়েছে 147 বার

    কটিয়াদীতে চাঞ্চল্যকর টুনি ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামিকেসাভারের আশুলিয়া থেকে গ্রেফতার

    apps

    কটিয়াদীতে চাঞ্চল্যকর স্কুলছাত্রী সাদিয়া আক্তার টুনি ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামিকেসাভারের আশুলিয়া থেকে গ্রেফতার করেছে পিবিআই। আজ মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। নজরুল কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুড়ি গ্রামের ছমর উদ্দিনের ছেলে। কিশোরগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে অশুলিয়া থেকে মূল আসামি নজরুলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নজরুল শিশুটিকে একা পেয়ে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে। মঙ্গলবার বিকেলে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য গ্রেফতারকৃত আসামিকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। গত ২ জুলাই শুক্রবার সকালে বাড়ির পাশে একটি খালে মাছ ধরছিল বাবা চন্নু মিয়া। তার কাছ থেকে মাছ আনতে যায় ৯ বছরের শিশু টুনি। বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় সে। পরে দক্ষিণ লোহাজুড়ি এলাকায় একটি পাট ক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্টে শিশুটিকে হত্যার আগে ধর্ষণ করা হয় বলে প্রমাণ মিলে। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে ওইদিন রাতে অজ্ঞাতনামাদের আসামি করে কটিয়াদী মডেল থানায় ধর্ষণ ও হত্যা মামলা করে। তবে পুলিশ ঘটনার রহস্য বের করতে না পারায় গত ১১ জুলাই মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়।

    বাংলাদেশ সময়: ১০:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ