নিজস্ব প্রতিবেদকঃ | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ | প্রিন্ট
কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকারি ‘বিধি—নিষেধ বা কঠোর লকডাউনএর প্রথম ৭ দিন বন্ধ ছিল দোকানপাট। সড়ক, মহাসড়ক ছিল যানবাহন শূন্য। লকডাউন কার্যকরে বিভিন্ন হাট বাজার, সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ দিনে ৭১টি মামলায় ১লক্ষ ৩২ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করেন। বৃহস্পতিবার থেকে বুধবার পর্যন্ত সরকার ঘোষিত প্রথন সাতদিনের কঠোর লকডাউন এ কটিয়াদী উপজেলার জালালপুর, লোহাজুরী, মানিকখালী, আচমিতা, বানিয়াগ্রাম, বেতাল, মসূয়া, ও বনগ্রাম বাজারসহ বিভিন্ন হাট বাজার, সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে সরকারী আইন অমান্য করে ঘর থেকে বের হয়ে অযথা ঘুরাফেরা করার অপরাধে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫১ মামলায় ৮৫ হাজার ৩শত টাকা এবং কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন ২৯ মামলায় ৪৭ হাজার ১শত টাকা, সর্বমোট ১লক্ষ ৩২ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করেন। অভিযান চলাকালে জনগণকে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে গণসচেতনতা, মাস্ক বিতরণসহ কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। জনসচেতনতা, মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনায় সেনাবাহিনী ও কটিয়াদী মডেল থানা পুলিশের একটি চৌকস দল সহায়তা করেন।
Posted ১২:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।