
আসাদ মিয়া, কটিয়াদী কিশোরগঞ্জ প্রতিনিধি: | বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার বোয়ালিয়া গ্রামে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার সময় ৬ প্রতারককে আটক করেছে মডেল থানা পুলিশ।
কটিয়াদী মডেল থানা পুলিশসূত্রে জানা যায়, কটিয়াদী পৌরসভার বোয়ালিয়া গ্রামের হাজী সিরাজ উদ্দিনের ছেলে আল আমিনের বাসায় ডিবি পুলিশ পরিচয়ে অভিযান চালিয়ে তাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের উপর সন্দেহ হলে বিষয়টি কটিয়াদী মডেল থানাকে অবহিত করে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ওলিপুর থানার পাঁচপীর গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৪৮), কিশোরগঞ্জ সদর থানার মরিচখালী গ্রামের আব্দুল জলিলের ছেলে রফিক (৩৫), চরশোলাকিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে মামুন (৩০), করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের মৃত নাছির উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন (৩৫) ও মৃত শহিদের ছেলে রবিন (৩২), কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দক্ষিণ লাকসাম শাহপাড়া গ্রামের সেন্টু সাহার ছেলে সুজিত সাহা (৫০)সহ ৬ জনকে আটক করা হয়।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১০:৪৬ অপরাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।