
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ | প্রিন্ট
ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ লঙ্ঘনের অভিযোগে নরসিংদীর একটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ মোবাইল কোর্ট। মঙ্গলবার (১৭ জুন ২০২৫) স্টেশন রোড, সদর, নরসিংদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন, নরসিংদী ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক অফিস, নরসিংদীর যৌথ উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্টে “নিখিল সুইটমিট”, ঠিকানা: ৬৯, মুন্সি নিয়াজ মার্কেট, রেলওয়ে স্টেশন রোড, সদর, নরসিংদী—প্রতিষ্ঠানটিকে ঘি ও কেক জাতীয় পণ্য মোড়কজাতকরণে অনুমোদন না থাকা এবং ওজনযন্ত্রের ভেরিফিকেশন ছাড়া দই ও মিষ্টি বিক্রির দায়ে অভিযুক্ত করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে অভিযুক্ত প্রতিষ্ঠান মালিক বিপুল চন্দ্র সাহা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ২৪/৪১ ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায়ের মাধ্যমে মামলাটি নিষ্পত্তি করা হয়।
সেই সঙ্গে প্রতিষ্ঠানকে মিষ্টি ও ফার্মেন্টেড মিল্ক পণ্যের নিবন্ধন গ্রহণের পরামর্শ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় একই এলাকার “বি- বাড়িয়া মিষ্টান্ন ভান্ডার” প্রতিষ্ঠানটিকেও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ফাতেমা এবং এস.এম আকাশ। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই নরসিংদীর পরিদর্শক (মেট) মো. আরিফ হোসেন আসিফ।
জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমে বিএসটিআই ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Posted ৯:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।