• শিরোনাম

    ওএফএফ- কর্তৃক বেলাব উপজেলার ইউনিয়ন ও আশ্রয়কেন্দ্রে শীতবস্ত্র বিতরণ

    প্রদীপ কুমার দেব নাথ, বেলাব (নরসিংদী) | বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 56 বার

    ওএফএফ- কর্তৃক বেলাব উপজেলার ইউনিয়ন ও আশ্রয়কেন্দ্রে শীতবস্ত্র বিতরণ

    apps

    নরসিংদী জেলার বেলাব উপজেলায় বিভিন্ন ইউনিয়ন ও আশ্রয়ণ প্রকল্পে ‘অক্সিজেন ফ্যাক্টরী ফাউন্ডেশনের’ এর পক্ষ থেকে অসহায় শীতার্ত মানুষের মাঝে প্রায় ৫ শতাধিক কম্বল বিতরন করা হয়।

    বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের উপস্থিতিতে সংগঠনটির কো-ফাউন্ডার ও ভাইস চেয়ারম্যান ডা.মোঃ সোহরাব হোসেন তমালের নেতৃত্বে এসব উপহার সামগ্রী প্রকৃত ব্যক্তিদের নিকট প্রদান করা হয়। উপজেলার নারায়ণপুর, সল্লাবাদ, সদর, উজিলাব, পাটুলী, চন্দনপুর, বিন্নাবাইদ ইউনিয়নে সংশ্লিষ্ট চেয়ারম্যানগণ, সদস্যবৃন্দ ও উপস্থিত জনগণকে সাথে নিয়ে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

    এ সময় বিশেষ অতিথি ছিলেন বেলাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ফাউন্ডেশনের সাধারন সম্পাদক জনাব মোঃ গোলাপ মিয়া। এ সময় ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়। তাছাড়া অক্সিজেন ফাউন্ডেশন বছর ব্যাপী সামাজিক বনায়ণ ও মানবিক কার্যক্রমে প্রশংসা কুড়িয়েছে। এ সময় গণমাধ্যম কর্মী, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সময়: ৯:৫৫ অপরাহ্ণ | বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ