
নরসিংদী প্রতিনিধি"খন্দকার আমির হোসেন: | মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২ | পড়া হয়েছে 14 বার
"'ঐতিহাসিক ৭ই মার্চ' দিবস উদযাপন উপলক্ষ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, মহাকালের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ"
আজ ৭ মার্চ ২০২২ ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জয় বাংলা চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরাল জাগ্রত জাতিসত্তায় জেলা পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধিস্বরূপ শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। পরবর্তীতে তিনি জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধাগণকে সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সরকারি ও বেসরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সকল স্তরের নরসিংদীবাসী ক্রমান্বয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নরসিংদী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মুখস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও পুষ্পস্তবক অর্পণ করেন।
বাংলাদেশ সময়: ১:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel