মধ্যযুগের কীর্তিময়ী কবি চন্দ্রাবতীর বসতভিটা ও মন্দির পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন। বৃহস্পতিবার ( ১৬ সেপ্টেম্বর) বিকেলে তিনি জেলা সদরের মাইজখাপন ইউনিয়নের কাচারীপাড়ায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত পুরাকীর্তি মধ্যযুগীয় কীর্তিময়ী কবি চন্দ্রাবতীর মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাগুপ্তা হক,মাইজখাপন ইউপি চেয়ারম্যান মোঃ রোকন উদ্দিন ভুইয়াসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ। এ সময় কবি চন্দ্রাবতী মন্দিরের সাইট পরিচারক মো. আমিনুল হক কবি চন্দ্রাবতীর মন্দির ও তাঁর পিতা দিজ বংশি দাসের মন্দির দুটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত করা হয়েছে বলে অবহিত করেন। পরিদর্শনে আসা প্রতিনিধিদল কবি চন্দ্রাবতীর বসতভিটাটিও সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতি আহবান জানান।