রুবেল, ময়মনসিংহঃ | বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 68 বার
ময়মনসিংহে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ময়মনসিংহ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) উদ্যোগে ময়মনসিংহে ৪ হাজার অসহায় দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে নগরীর কাচারি ঘাটে মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করেন এফবিসিসিআই’র সহ-সভাপতি ও এমসিসিআই’র সভাপতি মো. আমিনুল হক শামীম সিআইপি।
এসময় এমসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা,জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন আরিফ, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা,বাংলাদেশ মহিলা লীগ ময়মনসিংহ জেলা শাখা’র যুগ্ম আহবায়ক স্বপ্না খন্দকার সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১:১১ অপরাহ্ণ | বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel