• শিরোনাম

    এনায়েতপুরের বিএনপি -জামাতের নেতাকর্মীরা জামিনে মুক্তি।

    জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ | সোমবার, ০৭ নভেম্বর ২০২২ | পড়া হয়েছে 63 বার

    এনায়েতপুরের বিএনপি -জামাতের নেতাকর্মীরা জামিনে মুক্তি।

    apps

    সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরের বিএনপি -জামায়াতের ৯নেতাকর্মী গতকাল সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান।

    গত শনিবার ভোরে এনায়েতপুর থানা পুলিশ জিআর ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার করে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। শাহজাদপুর উপজেলা আমলী আদালত হইতে গতকাল সোমবার বিএনপি -জামায়াতের ৯ নেতাকর্মীর জামিন লাভ করেন। জামিনে মুক্তি পেয়েছেন এনায়েতপুর থানা বিএনপির যুগ্নআহ্বায়ক বিজয় আহম্মেদ, থানা যুবদলের সিনিয়র যুগ্নআহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন,মেহেদি হাসান রঞ্জু, খুকনী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্নআহ্বায়ক মিজানুর রহমান মজনু,যুগ্নআহ্বায়ক সেলিম, সদস্য সামচুল হক,মুনছুর আলী,জামাত নেতা পল্লীচিকিৎসক ইদ্রিস আলী ও আব্দুল্লাহ।
    এদিকে এ মামলার বাকী আসামী শাহজাদপুর উপজেলা আমলী আদালত হইতে জামিন লাভ করেছেন, তারা হলেন – মোঃসাইদুল ইসলাম,সানোয়ার হোসেন,আঃ রাজ্জাক,মোঃঠান্ডু সরকার, আমজাদ হোসেন,আকছেদ আলী,মোঃরায়হান আলী,আবু তাহের তারা মিয়া,আব্দুল খালেক ইউসুফ আলী,
    মোঃমন্তাজ আলী মীর।

    বাংলাদেশ সময়: ৮:৫০ অপরাহ্ণ | সোমবার, ০৭ নভেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ