নিজস্ব প্রতিনিধি | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১ | পড়া হয়েছে 414 বার
করোনার লগডাউনে অসহায় ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী ও প্রতিবন্ধীদের মাঝে অর্থের চেক বিতরণ করেছেন কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের ঐতিহাসিক জামিয়া এমদাদিয়া মাদ্রাসার ৪০ জন এতিম শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেনী পেশার আরো ১১০জনসহ মোট ১৫০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে দশ কেজি করে চাল ছাড়াও ডাল আলু, তেল, লবন, রয়েছে। এর আগে ৪জন প্রতিবন্ধীদের মাঝে বিশ হাজার টাকার চেক বিতরণ করেন কিশোরগঞ্জ-১ আসনের এমপি ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি। বিতরণকালে জামিয়া এমদাদিয়ার প্রিন্সিপাল, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ভাইস চেয়ারম্যান আবদুস সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৮:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel