
জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ | রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
সিরাজগঞ্জের তাড়াশে জমি সমান করার একমাত্র পদ্ধতি হিসেবে রয়েছে এখন মহিষের জোয়াল-মই। কালের বিবর্তনে গরুর জোয়াল-মইয়ের প্রচলন উঠে গেছে অনেক আগেই। তাড়াশ পৌর এলাকার আসানবাড়ি গ্রামের কৃষক আব্দুল মানিক বলেন, গরুর মই নেই। ট্রাক্টর বা পাওয়ার টিলার দিয়ে মই টেনে জমির কাদা ঠিকমতো সমান হয় না। কাদা সমান করার জন্য মহিষের মই একমাত্র ভরসা।
রোববার সকালে সরেজমিনে দেখা গেছে, আসানবাড়ি গ্রামের মাঠের বোরো জমিতে মহিষ দিয়ে মই দিচ্ছেন তাড়াশ গ্রামের রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি বলেন, এ কাজের বেশ চাহিদা রয়েছে কৃষকের কাছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, বিশেষ করে বোরো জমির কাদা সমান করতে মহিষের জোয়াল-মই খুব প্রয়োজন। মহিষ দিয়েই হালচাষ করা গেলে আরও ভালো হতো। মহিষের নাঙল তুলনামূলক গভীর থেকে মাটি তুলে উল্টে দিতে পারে। এতে জমির উর্বরা শক্তি বৃদ্ধি পায়
Posted ২:৫১ অপরাহ্ণ | রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।