রিপোর্টার খোরশেদ আলম | সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
আশুলিয়ায় অস্ত্রের মুখে দোকানদের জিম্মি করে এক রাতে ১৯টি স্বর্ণের দোকান লুট করেছে ডাকাতদল সদস্যরা। সোমবার (০৬ সেপ্টম্বর) সকালে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ এই তথ্য নিশ্চিত করেন। এর আগে, রোববার (০৫ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে আশুলিয়ার নয়ারহাট এলাকায় এই ঘটনা ঘটে। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ জানান, গভীর রাতে ডাকাতের একটি দল বংশী নদী দিয়ে নৌকাযোগে নয়ারহাট এলাকায় আসে। পরে ওই এলাকার প্রায় ১৮-১৯টি স্বর্ণের দোকানে হানা দেয়। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে দোকানে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
Posted ৬:৪৫ অপরাহ্ণ | সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।