
বাঘা (রাজশাহী) প্রতিনিধি : | বুধবার, ০৯ মার্চ ২০২২ | প্রিন্ট
এক বীরাঙ্গনা তাহমিনা বিনতে হালিম এক বীরাঙ্গনার বুকের খাঁজে ভাজে ভাজে,লুকিয়ে আছে লাঞ্ছনার খেলা।
কালো রাতে কাল নেমেছে,অঙ্গে দহন জ্বালা শৈল শাসিত,শাসকের তরে রৌদ্দুর হোক শেষ এক বীরাঙ্গার ত্যাগে বিনিময়ে স্বপ্ন সোনার বাংলাদেশ। কখনো মহা প্লাবনে,কিছুটা সাইক্লোনে, তুলুম ঘূর্ণিঝড় উঠে মনে কেউ কি দেখে, তড়িৎ গতিতে ভাসছে নয়ন জলে। কোথায় পেয়েছো এই স্বাধীনতার ছোঁয়া, কে দিয়েছে এনে? এক বীরাঙ্গনা সব বিসর্জন দিয়েছে,রাখেনি নিজের কিছু তুলে। এই শাসিত সমাজ,অপমানের বোঝা তুলে দিয়েছে তার কাঁধে, কেউ কি নিয়েছে খবর,কতখানি লাঞ্ছনা তাঁরা অন্তরে বহন করে। হে নরসমাজ, হে নতুন প্রজন্ম,হে বিশ্ব বাসী তোমাদের বলে যাই, একজন বীরাঙ্গনা আমার দেশের গৌরব এরাই বাংলার মানুষের অহংকার এদের হাজার শ্রদ্ধা ও সালাম জানাই।
Posted ৭:১০ অপরাহ্ণ | বুধবার, ০৯ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।