| রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০ | প্রিন্ট
নবকন্ঠ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা ঘাটকূল এলাকায় ৯০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এ সময় ইয়াবা পাচারকারিদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গতকাল শনিবার রাতে অভিযান চলায় কোস্টগার্ড।
অভিযানের বিষয়ে কোস্টগার্ডের লে. কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গহিরার শুক্কুর নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির বাসিন্দারা পালিয়ে যায়। ফলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ওই বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা উদ্ধার হয়। এই ঘটনায় আনোয়ারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Posted ৯:০১ অপরাহ্ণ | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।