• শিরোনাম

    এক ট্রাক উদ্ধার করতে গিয়ে আরেক ট্রাকের ধাক্কায় এসআই নিহত

    অনলাইন ডেস্ক | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০ | পড়া হয়েছে 188 বার

    এক ট্রাক উদ্ধার করতে গিয়ে আরেক ট্রাকের ধাক্কায় এসআই নিহত

    apps

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. মাহবুবুর রহমান(৪২) নামে হাইওয়ে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন পুলিশ সদস্য মো. নোমান (২৮)। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভার্তি করা হয়েছে।

    রোববার সকালে উপজেলার আরআর জুট মিলস্‌ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুবুর কুমিল্লার ডুমুরিয়া এলাকার তফাজ্জল হোসেনের ছেলে।
    স্থানীয়রা জানায়, সকালে আরআর জুট মিলস্‌ এলাকায় একটি পণ্যবাহী ট্রাক দুর্ঘটনা কবলিত হয়। খবর পেয়ে ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন হাইওয়ে পুলিশের এসআই মাহবুবুর রহমান। পরে রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরানোর পরিকল্পনা করার সময় হঠাৎ একইমুখী অপর একটি ট্রাক সজোরে সেটিকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনা কবলিত ট্রাকের নিচে চাপা পড়েন মাহবুবুর রহমান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের ওসি মো. আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত একটি ট্রাক উদ্ধার করতে গিয়ে অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এসআই মাহবুবুর রহমান মারা যান। আহত পুলিশ সদস্যকে আমরা উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছি।

    বাংলাদেশ সময়: ১:৪১ অপরাহ্ণ | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ