সালাহ উদ্দীন ময়মনসিংহ : | রবিবার, ১৯ মে ২০২৪ | প্রিন্ট
গতকাল রবিবার সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ সম্মেলন কক্ষে নব নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষের যোগদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নব নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ ড.গোপাল চন্দ্র সরদার যোগদান উদযাপন সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কাস্টমস এর শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও ফুলবাড়িয়া কলেজের গভর্নিংবডির সভাপতি ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম।
স্বাগত বক্তব্যে ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আজকে ফুলবাড়িয়া কলেজের জন্য গুরুত্বপূর্ণ দিন।একাডেমি সাইটের প্রধান হলো অধ্যক্ষ।প্রতিষ্ঠান আপনার হাতে দিয়ে দিলাম।আজ থেকে আপনি দায়িত্ব নিয়েছেন। উপজেলাবাসী আপনার দিকে তাকিয়ে থাকবে।এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীদের নিয়ে কাজ করবেন।আমাদের এই কলেজটি ফুলবাড়িয়ার প্রাণ। একজন প্রিন্সিপাল সকলের দিকে সমানভাবে দেখবেন। বাহিরের মানুষ গুলো উপর থেকে দেখবে। সেটি অর্জন করা কঠিন এবং চ্যালেঞ্জ।একটি কলেজের প্রধান যদি কলেজ ক্যাম্পাসে থাকে তাহলে কলেজটি আরো উন্নত হবে।সকলকে নিয়ে কাজ করতে হবে।আমাদের প্রতিষ্ঠানে মুল কাজ হলো লেখাপড়া করা।প্রতিষ্ঠানের অক্সিজেন ছিল না এখন একটু একটু আসছে। আপনারা ইতিবাচক কথা বলবেন। শিক্ষার্থী ক্লাসে শিক্ষক বাসায় থাকবে তা চলবে না। আবার প্রমান হলো আমরা সবাই এক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল মালেক সরকার এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শরাফ উদ্দিন শর, গভর্নিংবডির সদস্য মোঃ গোলাম মোস্তফা, মোঃ চান্দালী সরকার,প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম নয়ন,শফিকুল ইসলাম তোতা,শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক সাইফুন নাহার,উপাধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন, রুহুল আমিন প্রমুখ। এর আগে কলেজ গভর্নিংবডি, শিক্ষক, অর্নাস শিক্ষক, কর্মচারীদের পক্ষ থেকে নব যোগদানকৃত অধ্যক্ষকে ফুলেল শুভেচছা জানানো হয়।
Posted ৪:৫৩ অপরাহ্ণ | রবিবার, ১৯ মে ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।